শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন কালীগঞ্জ থানার মাহামুদুন্নবী


মাদক, জুয়া, বাল্য বিবাহ রোধ, অপরাধ দমনসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ অবদান রাখায় লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ এসআই (উপপরিদর্শক) নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুন্নবী

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম তার হাতে শ্রেষ্ঠ এসআই সম্মামনা ক্রেষ্ট তুলে দেন। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বিশেষ দায়িত্ব পালন করার কারণে মাহামুদুন্নবীকে এই পুরস্কার দেওয়া হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন, মাহামুদুন্নবী শ্রেষ্ঠ এসআই হয়ে গোটা পুলিশ বিভাগের মুখ উজ্জল করেছে। আশা করি আগামীতে আরও ভালো কিছু করবে।

এনএ/রাতদিন

মতামত দিন