সৈয়দপুরে নদীতে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর

নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার, ৫ আগষ্ট বেলা ১১ টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে চান্দিয়া ব্রীজের কাছ থেকে জান্নাতি আক্তার কেয়াকে (১০) উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের খড়খড়িয়া নদী পাড়ের খোর্দ্দ বোতলাগাড়ী জুম্মাপাড়ার মো. কোরবান আলী মেয়ে জান্নাতি আক্তার কেয়া। প্রতিদিনের মতো ওই দিন সে যথারীতি স্কুল থেকে বাড়িতে আসে। এরপর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এক সহপাঠিকে সঙ্গে করে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়।

সেখানে গোসল করার এক পর্যায়ে নদীর পানিতে ডুবে যায় কেয়া। এ সময় তাঁর সহপাঠি তাকে দেখতে না পেয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। চিৎকার-চেঁচামেচিতে আশপাশে থাকা লোকজন ছুঁটে এসে নদীতে নেমে কেয়াকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে খবর দেয়া হয় সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়িয়া নদীর চান্দিয়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কেয়ার মরদেহ উদ্ধার করেন।

বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী কেয়া।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহমুদুল হাসান ঘটানার সত্যতা নিাশ্চত করেন।

এনএইচ/ রাতদিন