সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ভ্যান চালকের

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছে। অমূল্য চন্দ্র রায় (৪৫) নামে ওই ভ্যানচালক এসময় স্থানীয় চৌমুহনী বাজারের দিকে আসছিলেন।

সোমবার, ১৯ আগস্ট সকালে উপজেলার চৌমুহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

অমূল্য চন্দ্র রায় উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পশ্চিম ভগতপাড়া রমেশ চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন সকাল আনুমানিক ৬টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে  রিকশাভ্যান নিয়ে চৌমুহনীবাজারে আসছিলেন অমূল্য। এ সময় পাবর্তীপুর থেকে সৈয়দপুর অভিমুখী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান (নম্বর: সিলেট-ড-১১- ১৭১১) পিছন থেকে রিকশাভ্যানটিকে চাপা দেয়।

এতে রিকশাভ্যান চালক অমূল্য চন্দ্র রায় গুরুতর আহত হন।  সঙ্গে সঙ্গে  চৌমুহনীবাজারের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এতে রিকশাভ্যানটি দুমড়ে – মুচড়ে যায়। দূর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানটির চালক সটকে পড়েন। তবে ঘাতক পিকআপটি ও এর ড্রাইভারের সহকারি মো. মাহ্বুব আলমকে (২০) আটক করা হয়েছে।

আটক মাহবুব আলম রংপুর সদরের রামগোবিন্দ এলাকার মো. হাসানের ছেলে বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।