নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখিয়েছেন। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ বিনির্মানে এই কার্ড প্রদর্শন করে।
বুধবার, ১৯ ফেব্রুয়ারি বেলা ১১ টায় কলেজ মাঠে লাল কার্ড প্রদর্শন করেন তারা। এ উপলক্ষে এক বিশেষ শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘মুজিব বর্ষের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ গড়ার’, ‘মুজিব বর্ষের দীক্ষা, মাদকমুক্ত পরিবেশ হেসে খেলে নেব শিক্ষা’, ‘মাদক সেবন করে যারা, দেশ জাতির শক্র তারা’, ‘সুস্থ জীবন সুস্থ সমাজ এই হোক মোদের শপথ আজ’, ‘আর করবো না মাদক সেবন, গড়বো এবার নতুন জীবন’, ‘মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি’ মাদকের বিরুদ্ধে এমন নানা ধরনের শ্লোগান লেখা প্লাকার্ডও প্রদর্শন করেন।
সমাবেশে অংশগ্রহনকারী সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর হাতে ছিল লাল কার্ড।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, প্রভাষক মো. বাবর আলী ও সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন।
সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জেএম/রাতদিন