সৈয়দপুরে সানফ্লাওয়ারের অভিষেক

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার, ২১ মার্চ বিকেলে শহরের কয়ানিজপাড়ার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ-২ বাংলাদেশের জেলা গর্ভণর লায়ন কামরুন নাহার পিএমজেএফ। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গর্ভণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

এতে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টাার) সাংবাদিক লায়ন আমিনুল হক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন নজরুল ইসলাম। এর আগে অভিষেক অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোনআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে মৃত্যুবরণকারী লায়ন সদস্যদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ট্রেজারার লায়ন মো. রেজাউল করিম। পরে গর্ভণের সফরসঙ্গী লায়ন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আনিসুর রহমান খান এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী, লায়ন মো. রেয়াজুল আলম রাজু, নজরুল ইসলাম খান কিশোর, রানা আজহারসহ লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানে শুরুতেই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। এর আগে অভিষেক অনুষ্ঠানের অতিথিরা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সানফ্লাওয়ারের শিক্ষার্থীদের নৃত্য ও সংগীতের মধ্যদিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়।

পুুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি অধ্যাপক লায়ন মোহাম্মদ ফারুক আহম্মদ ও সহকারি শিক্ষিকা বিলকিছ বানু।

এইচএ/রাতদিন

মতামত দিন