হাতীবান্ধার গড্ডিমারীতে জিতলেন আ.লীগের শ্যামল

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালে আজ মঙ্গলবার, ২০ অক্টোবর দুপুর দেড়টার দিকে ‘কারচুপি ও অনিয়মের’ অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন।

নির্বাচনের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া মোটরসাইকেল প্রতীকের আক্তার হোসেন। তিনি পেয়েছেন ৭৯৭ ভোট।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৯২ ভোট। অপরপ্রার্থী জাতীয়পার্টির আনোয়ার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪৩ ভোট।

গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল। উপ-নির্বাচনে তার ছেলে আবু বক্কর সিদ্দিক শ্যামল বিজয়ী হলেন।

এবি/রাতদিন