হাতীবান্ধায় করোনা থেকে মুক্তির দুইদিন পর মারা গেলেন ইউপি চেয়ারম্যান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান (৭০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি আক্রান্ত হন করোনাভাইরাসে। তবে দুই দিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল

আজ শুক্রবার, ২১ আগস্ট সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিয়ার রহমান। গত ৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবা সুস্থ হয়ে ওঠেন। এছাড়া দুদিন আগে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু আজ সকালে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছে ‘।

পেশাগত জীবনে আতিয়ার রহমান পশু চিকিৎসক ছিলেন। পরে  গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

এবি/রাতদিন