পাটগ্রামের ফুটপাত অবশেষে দখলমুক্ত

অবশেষে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের রাস্তার দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি বিকেলে পাটগ্রামের ইউএনও ও পৌর মেয়র অভিযান চালিয়ে ফুটপাতে থাকা দোকানপাট উচ্ছেদ করেন। এসময় রিক্সা ও ভ্যানগাড়ির ক্ষতিকারক এলইডি লাইটও ভেঙে ফেলা হয়েছে।

অভিযানে উপজেলা মোড় থেকে ধরলা ব্রীজ পর্যন্ত রাস্তার দুই পাশে ও শহরের বিভিন্ন বাজারের বাজারের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এসময় দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়।

স্থানীয় বাসীন্দা সুমন মিয়া বলেন, ‘পাটগ্রাম পৌর শহরের ফুটপাত দখলমুক্ত হওয়ায় আমরা এখন নির্বিঘেœ চলাচল করতে পারবো’।

পৌর মেয়র মো. শমসের আলী বলেন, ‘সাধারণ মানুষ যাতে সুন্দর ভাবে চলাচল করতে পাওে সেজন্য অবৈধ স্থাপনা উচ্ছেদনহ সুন্দর করতে কাজ করা হবে।’
ইউএনও মো. মশিউর রহমান বলেন, ‘যানজট মুক্ত ও পরিচ্ছন্ন পাটগ্রাম গড়তে অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

এবি/রাতদিন