পাটগ্রামের বিলুপ্ত ছিটমহলে কৃষকদের নিয়ে আলোচনা সভা

লালমনিরহাটের পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলের কৃষি জমিতে ‘উচ্চ ফলনশীল ফসল, খাদ্য নিরাপত্তা ও দারিদ্রতা দূর করণ’ শীর্ষক গবেষনার লক্ষে কৃষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার, ২৯ নভেম্বর দুপুরে উপজেলার মমিনপুর ‘বাঁশকাটা ছিটমহলে’ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি গবেষনা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিশনের সাবেক মহাসচিব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জুলফিকার রহমান, প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মো. গোলাম ফারুক, প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেনের (জিএম) ড. মহাসিন আলি মন্ডল প্রিন্স।

এবি/রাতদিন