বিশ্ব ভালবাসা দিবসে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর উদোগে সুবিধাবঞ্চিত ৫০ শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
আজ রোববার, ১৪ ফেব্রুয়ারি সকালে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান ঈদগাহ্ মাঠে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে এসব স্কুলব্যাগ তুলে দেয়া হয়।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা মো. নওশাদ আনসারী শিশুদের হাতে ওই স্কুল ব্যাগ তুলে দেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা রয়েছে।
উল্লেখ্য, আমাদের প্রিয় সৈয়দপুর সামাজিক সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।