লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচী।
সোমবার, ১৬ ডিসেম্বর দিনব্যাপি এ আয়োজনে মুখরিত ছিলো মুক্তিযুদ্ধের সেক্টর হেডকোয়ার্টার সমৃদ্ধ এই উপজেলা।
মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টর হেডকোয়ার্টারে স্থাপিত শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির পর পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান এই দিবসের কর্মসূচী।
এরপর সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা প্রদর্শন, কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করা হয়। আয়োজিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান।
এছাড়াও ছিলো প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সোসাইটি অব পাটগ্রামের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিত কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুহুল আমীন বাবুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পাটগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগ সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমূখ।