বুড়িমারী হত্যাকান্ড: ‘গামছা কালাম’ ও মানিক রিমান্ডে, নতুন গ্রেপ্তার ১

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন করে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। ফরিদুল ইসলাম (৩৭) নামের ওই ব্যক্তি বুড়িমারী ইউনিয়নের উফারমারা (নাটারবাড়িÑ গ্রামের ফজলুল হকের ছেলে। আজ বুধবার, ২৫ নভেম্বর তাকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে তিন মামলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হলো।

এদিকে ডিবি সূত্র জানায়, এর আগে গ্রেপ্তারকৃত জিএম মানিক ও আবুল কালাম ওরফে গামছা কালামের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের তিন মামলাতেই গ্রেপ্তার দেখানো হলেও আজ তাদের হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর হয়েছে।

গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রিয় জামে মসজিদ থেকে সৃষ্ট গুজবে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচাত ভাই, পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদি হয়ে পাটগ্রাম থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এবি/রাতদিন