শ্রমিকদের মাদক ছাড়ার আহ্বান শ্রমিকনেতা মজিদের

মাদকাসক্ত শ্রমিকদের সুস্থ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ।

তিনি বলেন, ‘মাদকে সুখ নেই। শান্তি নেই। মাদক সমাজে অশান্তি ছড়ায়। ব্যক্তি জীবনে ধস নামায়। তাই মাদকাসক্ত শ্রমিকদের মাদক থেকে দূরে থাকতে হবে। সুন্দর ভবিষ্যতের জন্য মাদক ছাড়তে হবে।’

রোববার, ২৮ এপ্রিল রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় শ্রমিক লীগের মহানগর কমিটি আয়োজিত সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে  শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স ও প্রশাসন) মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার, সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ ইমরুল কায়েস, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন-প্রশাসন) দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রসিকের কাউন্সিলর রহমত উল্লাহ্ বাবলা, কাউন্সিলর মিজানুর রহমান মিজু ও মাহাবুব মোর্শেদ শামীম।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এবি/রাতদিন