কালীগঞ্জে চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন মন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘মাদক, চোরাকারবারিরা সমাজের শত্রু। এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। যারা এ ধরণের অপকর্মে লিপ্ত হয়, তাদেরকে ধরিয়ে দিন-পুলিশের হাতে সোপর্দ করুন।’

শুক্রবার, ২৭ ডিসেম্বর সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন কালে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহব্বুুজ্জামান আহমেদ, চাপারহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব সৈয়দ আলী মিয়া, চন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জোনাব আলী প্রমূখ।

চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ।

এ ছাড়া কাকিনা ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল হক, ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী, দলগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান খম শফিকুল ইসলাম ,চলবলা ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মিজু, গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের সহস্রাধিক আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে পৌঁছলে তাঁকে ফুৃলেল শুভেচ্ছা জানানো হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ফিতা কেটে ফলক উন্মোচনের মধ্যদিয়ে নব নির্মিত চন্দ্রপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি।

এক কোটি এক লক্ষ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মানের মধ্যদিয়ে শত বছরের চাপারহাট-চন্দ্রপুর আঞ্চলিকতার দ্বন্দের অবসান ঘটানো হল বলে মন্তব্য করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

এনএ/রাতদিন