কুড়িগ্রামে তাবলিগ জামাতের তিনদিনব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ফজরের নামাজের পর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
আজ সকালে বয়ান শুরু করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আশরাফ আলী। এরপর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন। এ সময় তারা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর শ্রেষ্টত্ব প্রকাশ, নবীর সুন্নত মেনে চলা, আখিরাতে নাজাত পাওয়া নিয়ে বয়ান করেন।
ইজতেমায় দিল্লির নিজামুদ্দিন মসজিদ ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরব্বিরা বয়ান করবেন।
কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, জেলা ইজতেমায় নিরাপত্তা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।
সিভিল ও পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ সদস্য ইজতেমা ময়দানে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
জেএম/রাতদিন