কুড়িগ্রাম রৌমারী উপজেলায় দেশীয় অস্ত্রসহ আন্তজেলার ছয় ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মঙ্গলবার, ১২ নভেম্বর সকালে উপজেলার যাদুর চর ইউনিয়নের বোয়ালমারী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফিরোজ (২৬), নুরুজ্জামান (৪০), মিঠুন (৩২), আউয়াল (২৬), মিঠু (২২), ও রতন (৩৪)। এরা সবাই সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম সত্যতা নিশ্চিত করে রাতদিন নিউজকে জানান, একদল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী গ্রাম এলাকায় অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। ওই সময় তাদের ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ছয় ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালাতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এনএ/রাতদিন