কুড়িগ্রামে ব্রিজ থেকে সন্তানকে পানিতে ফেলে দিলেন মা!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার বছর বয়সী এক সন্তানকে ব্রিজ থেকে পানিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে খোদ তার মায়ের বিরুদ্ধে। তবে ব্রিজের পাশে জমিতে কাজ করতে থাকা এক কৃষক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। উপজেলার বেরুবাড়ি ব্রিজে আজ বুধবার, ১৪ এপ্রিল এ ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসী অভিযুক্ত মাকে আটক করে পুলিশে খবর দেয়। বরুবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিশু ও তার অভিযুক্ত মা ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বাসিন্দা। ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে জানান বেরুবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব।

চেয়ারম্যান জানান, বুধবার দুপুরে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী তার কোলে থাকা শিশু সন্তানকে ব্রিজ থেকে নিচে ফেলে দেন। ব্রিজের নিচে প্রায় হাঁটু পানিতে শিশুটি পড়ে গেলে পাশেই জমিতে কাজ করতে থাকা কৃষক আমিনুল দৌড়ে গিয়ে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা ওই নারীকে আটক করে পুলিশে খবর দেয়।

চেয়ারম্যান আরও জানান, ঘটনার পর ওই নারী কোনও কথা বলছিলেন না। শিশুটি ওই নারীকে তার মা দাবি করলে তার কাছে থেকে বাবার নাম ও পরিচয় জেনে পরিবারের লোকদের খবর দেওয়া হয়।

ওই নারীর স্বামী ও শিশুটির বাবা জানান, সন্তানকে নিয়ে পাশের কাশেমবাজার গ্রামে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী। তবে পরে জানতে পারেন সে নাগেশ্বরীর বেরুবাড়িতে সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে।

তিনি বলেন, ‘খবর পেয়ে স্ত্রীর ভাই এবং স্থানীয় ইউপি সদস্যসহ অন্যদের নিয়ে সেখানে যাই। পরে সবাইকে নিয়ে বাড়ি ফিরেছি। আমার স্ত্রী মানসিকভাব ভারসাম্যহীন। এজন্য নিজ সন্তানকে পানিতে ফেলে দিয়েছে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি।’

এইচএ/রাতদিন

মতামত দিন