লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত থেকে জব্দ করা ২ কোটি ৬১ লাখ ৬৮ হাজার টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি।
সোমবার সকালে লালমনিরহাট ১৫ বিজিবি মাল্টিপারপাস শেড হলে এক আলোচনা সভা শেষে এই মাদক ধ্বংস করা হয়। এসব মাদক জব্দ করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি), রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এবং তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু জাফর। উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোর্শেদসহ স্থানীয় নাগরিক ও ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভা শেষে ইয়াবা, ভায়াগ্রা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।