প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, পীরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জোহরা বেগম গাইবান্ধায় বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে দিনভর এই ত্রাণ কার্যক্রম চালান তিনি।
রোববার, ২১ জুলাই গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এই ত্রাণ বিতরন করা হয়।
সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বানভাসি পরিবারের মাঝে খাবার-ওষুধ চরম সংকটের কারণে আহাজারি করছে। এ অবস্থায় বাণভাসিদের পাশে দাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় জা আলহাজ্ব জোহরা বেগম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে ত্রাণ বিতরন করেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, সহ-সভাপতি রেহেনা বেগম, সম্পাদক অধ্যাপক মাহমুদা বেগম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি আবু আজাদ বাবলু, উপজেলা কৃষকলীগের মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, মহিলালীগ নেত্রী রুপালী ও শিউলী বেগম।
বন্যাকবলিত কাতলমারির ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। দূর্গতদেন মাঝে শুকনো খাবার (চিড়া, চিনি, মোমবাতি, দিয়াশলাই, মশুর ডাল, সয়াবিন তৈল) ও ওষুধ (খাবার স্যালাইন, পানীয় জল পরিষ্কারক ট্যাবলেট) বিতরন করা হয়।
এনএইচ/ রাতদিন