জাপানে অনুষ্ঠেয় ‘Learning and Dialogue’ (শেখা এবং সংলাপ প্রোগ্রাম)-এ অংশ নিতে রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও এক প্রকৌশলী জাপান যাচ্ছেন।
প্যানেল মেয়র-২ ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জাইকার আমন্ত্রণে “ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ সিটি কর্পোরেশন” শীর্ষক প্রকল্পের আওতায় এই কর্মসূচীতে অংশ নেবেন।
আগামী ২৮ আগস্ট থেকে ০৬ অক্টোবর ২০১৯ইং পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৫ আগস্ট রোববার জাপানের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন তারা।
এই কর্মসূচিতে রংপুর সিটি কর্পোরেশনের দু’জন ছাড়াও স্থানীয় সরকার বিভাগের ৪জন কর্মকর্তা এবং কুমিল্লা, গাজীপুর, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ৮জন কর্মকর্তা প্রতিনিধি হিসেবে অংশ গ্রহন করবেন।