পাটগ্রামে ১০ টাকায় চাল বিক্রি শুরু

করোনাভাইরাস পরিস্থিতিতে খাদ্য সংকট নিরসনে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহরে ২ টি স্থানে এই কর্মসূচী শুরু করা হয়।

মঙলবার, ০৭ এপ্রিল সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহল আমীন বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পৌর মেয়র মো. শমসের আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মো. মিজানুর রহমান নিলু, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কালাম, পৌর কাউন্সিলর মো. আজিজুল হক দুলাল, মো. মারুফ ইকবাল, পাটগ্রাম স্টেডিয়াম এলাকার ডিলার মো. আসাদুল ইসলাম প্রমূখ ।

চাল কিনতে এসেছিলেন ৬ নং ওয়ার্ডের খাদিজা বেগম। তিনি জানালেন, ‘সরকার ১০ টাকা দরে চাউল কিনার সুযোগ দিয়া হামার খুব উপকার হইছে। আর কি হয় হউক, না খেয়া তো মইরমো না।’

জানা গেছে, প্রতি রবিবার, মঙলবার ও বৃহস্পতিবার পৌর এলাকার ২ টি স্থানে খোলা বাজারে এই ১০ টাকা দরে চাল বিক্রি হবে। প্রত্যেক পরিবারের খানা প্রধানগন জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ৫ কেজি করে চাল কিনতে পারবেন।

জেএম/রাতদিন