পাটগ্রামে বিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে ধরা হাতীবান্ধার বর!

লালমনিরহাটের পাটগ্রামে বাল্যবিবাহ করার অপরাধে বরের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিতির কারণে মুচলেকা গ্রহনসাপেক্ষে এই দন্ড দেয় আদালত।

শুক্রবার, ১০ জুলাই রাতে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্ত বর দেলোয়ার হোসেন (২৮)এর বাড়ী হাতীবান্ধা উপজেলায়। উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

কনের বাড়ী উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ব্যাংকান্দা এলাকা। তিনি ওই এলাকার মো. আব্দুল জব্বারের মেয়ে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে  জানা গেছে, শুক্রবার রাতে ১৬ বছর বয়সী সদ্য এসএসসি পাশ এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালান।

অভিযানের আগে বিয়ে হয়। এ অবস্থায় পুলিশ বর মো. দেলোয়ার হোসেন (২৮) কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ঘরে তুলবেন না- এই মর্মে বরের কাছে মুচলেকা নেন।+

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান জানান, ‘২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ (১) ধারা অনুযায়ী এ জরিমানা করা হযয়েছে।’

জেএম/রাতদিন