শীতে কাঁপছে কুড়িগ্রাম, পেল কম্বল

শীতে কাঁপছে কুড়িগ্রামের চিলমারী উপজেলা। শীতের কাছে কাবু উপজেলার গরিব অসহায় মানুষ। এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মরহুম আব্দুল জলিল মাস্টার স্মৃতি পাঠাগার।

এতে মুখে হাসি ফুটল অসহায় গরিব দুস্থ শীতার্ত মানুষের। শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে চিলমারী উপজেলার খরখরিয়া ভট্টাপাড়া পুরাতন স্কুল মাঠে ৫০০ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল জলিল মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম, সায়েদুল ইসলাম ও নুর আলম নাহিদ।

কম্বল হাতে পেয়ে শীতার্তরা জানান, শীতে এসব কম্বল তাদের অনেক উপকারে আসবে। শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন তারা। এবারের শীতে আজকের আগ পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে কোনো শীতবস্ত্র পাননি তারা।

আব্দুল জলিল মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রবিউল ইসলাম রবি বলেন, আমি যেকোনো দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই দোয়া করবেন যাতে সেবামূলক এসব কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি। আমরা চেষ্টা করব শীতার্তদের আরও সহযোগিতা করার।

এনএ/রাতদিন

মতামত দিন